সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশনে উপস্থিত হয়ে যেন বিদ্যুতের আলো ছড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টিকারী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা। মঙ্গলবার রাতে তারা শিকাগোতে এই সম্মেলনে উপস্থিত হয়ে
আগামী ৫ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে কমালা হ্যারিসকে সমর্থন দিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেন। তবে সতর্ক করে দেন। বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা খুব কড়াকড়ি হতে পারে। একই সঙ্গে তারা নভেম্বরের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে মার্কিন ভোটারদের ঘর থেকে বের হয়ে ভোট দেয়ার আহ্বান জানান। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, সেখানে মিশেল ওবামা বলেন, আশা ফিরে আসছে। সাবেক প্রেসিডেন্ট ও তার স্বামী বারাক ওবামার প্রচারণা প্রতিশ্রুতি আশা এবং পরিবর্তনের প্রতিধ্বনি তুলে এ কথা বলেন। মিশেল এবং বারাক ওবামা ডেমোক্রেট দলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তারা এ রাতে মিস হ্যারিসের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে ট্রাম্পকে একহাত নেন।