ঢাকা প্রতিনিধিঃ
রাজধানীর ডেমরায় আবু সাঈদ (৩২) নামে স্থানীয় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আবু সাঈদ ডেমরা ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি ডেমরা আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে।নিহতের মামা আপেল মাহমুদ জানান, সন্ধ্যার দিকে আবু সাঈদ চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃতর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।