নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর ডেমরায় বাস ও লেগুনার সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার শিকার আরও দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে,গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- আসিফ হোসেন (৪৫), উম্মে হাবিবা (১৫), শামছুন্নাহার (৫২) ও আবুল হোসেন (৪৫)। ওই ঘটনায় এখন চিকিৎসাধীন আছেন শামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬); হতাহতরা সবাই লেগুনার যাত্রী।