সংবাদ জমিন রিপোর্টঃ
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। দেশে এই নিয়ে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। একদিনে আরও ১ হাজার ৮৫২ রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৯৫ জনে দাঁড়িয়েছে।
দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৯৬ হাজার ৪১১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬২ হাজার ৫০১ জন। মৃত ১ হাজার ২৮৪ জনের মধ্যে নারী ৭২৯ জন এবং পুরুষ ৫৫৫ জন।