ডিবি পরিচয় দিয়ে রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারী দল

সংবাদ জমিন ডেস্কঃ
পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য (ডিবি) পরিচয় দিয়ে মাইক্রোবাস নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গাড়ি থামিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে নিরীহ মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে এই চক্রটি।

গতকাল ভোরেও মতিঝিল শাপলা চত্বর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ও টাকাসহ অন্যান্য জিনিস ছিনতাই করে চক্রটি। এক রাতেই ডিবি পরিচয়ে রাজধানীর আরও চার জায়গায় মাইক্রোবাস নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মতিঝিল থানা পুলিশ।

শিরোনাম