ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের মতপ্রকাশের জন্য আতঙ্ক!


নিজস্ব প্রতিনিধিঃ
ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গণমাধ্যম ও মতপ্রকাশের ক্ষেত্রে আতঙ্ক তৈরি করা হচ্ছে। আইনটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি সৃষ্টি করছে। অন্যায়ের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়ার পরও সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে আমরা গণমাধ্যমকর্মী আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলা হয়।

এ ব্যাপারে সাংবাদিক সংগঠনের নেতারা মানববন্ধনের পর তাদের এ ব্যাপারে মানববন্ধনের সাথে একাত্যতা ঘোষণা করে এ আাইনের অপপ্রয়োগ ও সাংবাদিকদের হয়রানির নিন্দা জানান।


শিরোনাম