ডাকাতির কবলে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ী !

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে রড ছুড়ে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল আরও ২টি গাড়িতেও ডাকাতি করে মালামাল লুটে নেয়। এ ঘটনায় কুমিল্লার দেবিদ্বার থানায় একটি দস্যুতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) দিনগত রাত পৌঁনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়া অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা কক্সবাজার জেলার আর্ম পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-এ কর্মরত।

শিরোনাম