ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজদের ভয়ে খেজুর বাগান থেকে পালালো গাছিরা

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুুকুর এলাকার একটি খেজুরের বাগানে চার বছর ধরে শীত মৌসুমে রস থেকে গুড় উৎপাদন হচ্ছিলো। এবারো বাগানটি লিজ নিয়েছিলেন কয়েকজন গাছি। কিন্তু তারা গুড় উৎপাদন বন্ধ রেখে বাড়ি চলে গেছেন। চলে যাওয়া গাছিরা জানিয়েছেন, তারা চাঁদাবাজদের ভয়ে এলাকা ছেড়েছেন ।

জানা গেছে, বাগানটি ঠাকুরগাঁও সুগারমিলের। বাগানে রয়েছে ছোট বড় ৫০০ খেজুরগাছ। ২০১৮ সালে রাজশাহীর কয়েকজন গাছি বাগানটি লিজ নেয়। তারা রস সংগ্রহ করে গুড় উৎপাদন করে। এরপর প্রতিবছরই এখানে শীত মৌসুমে গুড় উৎপাদন হচ্ছিলো। জেলার বিভিন্ন মানুষ ভিড় করতো বাগান দেখতে, খেজুরের রস খেতে কিংবা গুড় তৈরি দেখতে।

প্রতিবারের ন্যায় এবছরও রাজশাহীর গাছিরা এই বাগানে রস সংগ্রহ করে গুড় তৈরি শুরু করে। তবে তাদের অভিযোগ কিছু দিন আগে একদল যুবকের দেওয়া হুমকির ভয়ে গুড় তৈরি বন্ধ করে তারা এলাকা ছেড়ে গেছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে এ খবর নিশ্চিত করেন গাছি দলের প্রধান কারিগর সুজন আলী।

এ ব্যাপারে গাছিরা প্রাণভয়ে কোন অভিযোগ করেননি। এলাকাবাসী ঘটনাটিকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন। পুলিশ জানায়, এ ব্যাপারে কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ছবি-সংগৃহীত

শিরোনাম