ট্রাম্পকে হত্যা চেষ্টা,মাত্র ১২০ মিটার দূর থেকে গুলি করা হয়
সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে মাত্র ১২০-১৫০ মিটার দূর থেকে গুলি ছুড়েছে সন্দেহভাজন হামলাকারী। সিএনএনের বিশ্লেষণে বেরিয়ে এসেছে ওই বন্দুকধারীর ভৌগলিক অবস্থান। গণমাধ্যমটির বিশ্লেষণে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে পেনসিলভ্যানিয়ার বাটলারে একটি নির্বাচনী সমাবেশের মঞ্চে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প। ট্রাম্পের ডান কানের উপরের অংশে গুলি স্পর্শ করেছে। এতে ট্রাম্প রক্তাক্ত হয়েছেন।
সিক্রেট সার্ভিসকে উদ্বৃত করে সিএনএন জানিয়েছে, বন্দুকধারী সমাবেশের বাইরে একটি উচু ভবনের ছাদে অবস্থান নিয়েছিল। সেখান থেকে সে একাধিক গুলিবর্ষণ করেছে। তবে সে পুরোপুরি সফল হতে পারেনি। পরে এক সিক্রেট সার্ভিসের সদস্যের গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়। এর পাশাপাশি আরেকজন দর্শকও সেখানে নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।