ট্রাফিক পুলিশের নাকে ঘুষি মেরে ফাটিয়ে দিলো ছাত্রদল নেতা,অতঃপর গ্রেফতার

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সড়কে মোটরসাইকেল রাখার কারণে যানজটের সৃষ্টি হওয়ায় সেটা সরাতে বলেন ট্রাফিক পুলিশের এক সদস্য। এ নিয়ে যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলামের সঙ্গে এক কনস্টেবলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেই কনস্টেবলের নাকে ঘুষি মেরে বসেন ওই ছাত্রদল নেতা।

ওই ঘটনায় ভুক্তভোগী কনস্টেবল বাদী হয়ে কোতোয়ালি থানায় ছাত্রদল নেতা শাওন ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন।ইতিমধ্যে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শিরোনাম