সংবাদ জমিন ডেস্কঃ
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি প্রাইভেট কার ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। এতে মা ও মেয়েসহ প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। আজ সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের শলিলদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের লাবনী (৩৫), একই গ্রামের সুমাইয়া আক্তার (২০) এবং শিশু জয়নূর জারা (৩)। আহতরা হলেন, জেলা সদরের কবিরপুর এলাকার জুয়েল শেখ (৩৮), ভাঙ্গার আতাদী এলাকার তানহা (১৪), তন্না আক্তার (১৩) এবং তাওহিদা (৭)। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।