টেকনাফে বদির কারণে নৌকার প্রার্থীদের ভরাডুবি

কক্সবাজার প্রতিনিধি ঃঃ
কক্সবাজারের টেকনাফে নৌকার প্রার্থীদের ভরাডুবির ঘটনা ঘটেছে। সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ৪টি ইউনিয়নের নির্বাচনে নৌকা জয় পেয়েছে মাত্র একটিতে। তাও পারিবারিক ও ব্যক্তি ইমেজে। বদির জন্মস্থান টেকনাফ সদর ইউনিয়নে নৌকা প্রার্থীর অবস্থা খুবই শোচনীয়। এই ইউনিয়নে ৩ প্রার্থীর মধ্যে নৌকা প্রার্থী আবু সৈয়দের অবস্থান তৃতীয়। তাও স্বল্প সংখ্যক ভোটে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় চলছে। নৌকা প্রার্থীদের এই পরিণতির জন্য সাবেক সাংসদ আবদুর রহমান বদিকে দায়ী করছেন নেতাকর্মীদের একটি অংশ। তার ইয়াবা ব্যবসার কারণেই এমন পরাজয় বরণ করতে হয়েছে বলে ভোটার সাধারণ বলছেন।

শিরোনাম