কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহ রিয়ার মুরাদকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ সময় তার বড় ভাই এনজিওকর্মী মো. মামুনের ওপর হামলা করে গুরুতর আহত করে। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাহারছড়ার শামলাপুর বাজারে হাজি নুর আহমদ মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ ও মামুন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারের মো. সাইফুল্লাহ কোম্পানির ছেলে। সাইফুল্লাহ বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, সোমবার সন্ধার দিকে শামলাপুর বাজারে হাজি নুর আহমদ মার্কেটের পিছনে চিৎকার শোনা যাচ্ছিল। পরে গিয়ে দেখি মুরাদ ও তার বড় ভাই মামুন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মুরাদের মৃত্যু হয়। মামুনের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে।