টুলুকে মমতাজের হুঁশিয়ারি,আমার নেতা-কর্মীদের কিছু বললে কঠোর জবাব দেয়া হবে
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে হুঁশিয়ারি দিয়ে পরাজিত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেন, ‘আমি কিন্তু ঘরে বসে থাকার মহিলা নই, সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ। আমার নেতাকর্মী এবং লোকজনদের কিছু হলে ছাড় দেয়া হবে না। আর যারা স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদের টাকা নিয়ে নৌকার বিপক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় কেন্দ্রীয় নেতাদের বলা হয়েছে।’ গত মঙ্গলবার সন্ধ্যায় কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম বলেন, ‘অধিকাংশ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হলেও সিংগাইর উপজেলার বলধারা ও বায়রা ইউনিয়ন এবং সিংগাইর পৌরসভার কয়েকটি কেন্দ্রে ভোটে কারচুপি করা হয়েছে। কালোটাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী ভোট কিনেছেন। বলধারা ও বায়রা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে মৃত ব্যক্তি ও প্রবাসীদের ভোটও ট্রাক প্রতীকে পড়েছে। এসব সিল মেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। এসব কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর অস্বাভাবিক ভোটের কারণে তাকে পরাজিত হতে হয়েছে।’ তিনি বলেন, ‘টুলু ট্রাক প্রতীকে জয়ী হওয়ার পর তার অনুসারীরা নৌকার কর্মীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করে আসছে। এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জন নৌকা কর্মী ও দলীয় লোকজনকে মারধর করা হয়েছে। আমি কিন্তু ঘরে বসে থাকার মহিলা নই, সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ।