টি-টোয়েন্টিতে ভারত ও ইংল্যান্ড সমতায়

 

সংবাদ জমিন, স্পোর্টস ডেস্ক ঃঃ
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর ভারতের জয় ৮ রানে। ১৮৬ রানের লক্ষ্য তাড়ায় ইংলিশরা থামে ১৭৭ রানে। শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৩ রান। প্রথম ৩ বলে এসে যায় ১৩ রান। তবুও পেরে ওঠেনি ওয়েন মর্গ্যানের দল। শার্দুল ঠাকুরের শেষ ৩ বলে তারা নিতে পারে কেবল ১ রান।

তিন নম্বরে নেমে ৩১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। ১৮ বলে ৩৭ রান করেন শ্রেয়াস। দারুণ বোলিংয়ে ১৬ রানে ২ উইকেট নেন পান্ডিয়া। সিরিজে এই প্রথম আগে ব্যাট করে জিতল কোনো দল। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা। একই মাঠে আগামী শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

শিরোনাম