টানা বর্ষণে বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধ্বস,নিহত-৬
স্টাফ রিপোর্টারঃ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম ও বান্দরবানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এ দুই জেলায় সেনা মোতায়েন করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ সকালে সংস্থাটির তরফ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এদিকে ভারি বর্ষণে সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আজ সকাল থেকে ওই রুটে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
ওদিকে টানা বৃষ্টির কারণে বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। গতকাল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়ে ও চকরিয়ায় দুজন নিহত হয়েছেন। এছাড়া আজ সকালে বান্দরবান সদরে পাহাড় ধসে মা-মেয়ে নিহত হয়েছেন। প্লাবিত হয়েছে হাজারেরও বেশি ঘরবাড়ি।