টাঙ্গাইল প্রতিনিধি ঃঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক স্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুঁলিয়ে বোরকা পরে পালাতে গিয়ে ধরা পড়লেন নিহত গৃহবধূর স্বামী। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রোববার রাতে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নুসরাত জাহান নিশি নামে ওই গৃহবধূ উপজেলার ছয়ানি বকশিয়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী।
নিহতের মায়ের অভিযোগ, পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যার পর বোরকা পরে পালাতে চেয়েছিল আলিম। কিন্তু তার আগেই তারা গিয়ে ধরে ফেলেন। পরে এ ঘটনায় রাতেই নিহতের বাবা খোরশেদ আলম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং আলিমকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, বিয়ের পর হতে যৌতুকের জন্য স্বামী আলীম স্ত্রী নুসরাতকে প্রায়ই চাপ দিত ও মারধর করত। এরই জের ধরে স্বামী আলীম স্ত্রী নুসরাতকে শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে।