টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি ঃঃ
টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুরে পৃথক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘাটাইলে ৩ জন ও মধুপুরে ৩ জন রয়েছেন। আজ সকালে ও গত রাতে দুর্ঘটনাগুলো ঘটে।

মধুপুরে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও তার মাসহ তিনজন নিহত হন। আজ সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত পুরুষের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায় এবং শিশু ও নারীর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘাটাইল উপজেলার ঘাটাইল সাগরদিঘি আঞ্চলিক মহাসড়কের চেচুয়া শহরগোপীনপুর নামক স্থানে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী ও এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শোলাকুড়া সাগরদিঘি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আসাদুল ইসলাম (২২) শহরগোপীনপুর গ্রামের হারুন মুন্সির ছেলে ফরিদ উদ্দিন (২৫) এবং উত্তর খিলগাতী গ্রামের রফিকুল ইসলাম (৩৬)।

শিরোনাম