নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন সদর থানা বিএনপি’র সদস্য দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া। তিনি দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপি’র সহ-সভাপতি মৃত ফারুক আহমেদের ছোট ভাই। বুধবার বিকালে উপজেলার দাইন্যা ইউনিয়নের ফারুক আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভায় বক্তৃতাকালে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন বিগত নির্বাচনে মহাজোটের প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মনির। এ সময় লাভলু মিয়া তার বক্তৃতায় বলেন, বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন তাকে এবং তার পরিবারের লোকদেরকে চরমভাবে মামলা-মোককদ্দমা দিয়ে হয়রানি করছেন। তিনি এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই এবার তাকে আর নির্বাচিত হতে দেয়া হবে না। ছানোয়ার হোসেনকে মানুষের মতো দেখা যায় না, তাকে জলহস্তির মতো দেখা যায়। জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক সাহেবের নির্দেশে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, টাঙ্গাইলের মানুষ জানে রাজনৈতিকভাবে আমি (লাভলু) একটি দল করি।