টাঙ্গাইলে নেশাগ্রস্ত যুবক কুপিয়ে হত্যা করল শ্রমিককে

 

টাঙ্গাইল প্রতিনিধি ঃঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে শরিফ মিয়া (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে দা দিয়ে কুপিয়ে খুন করেছে নেশাগ্রস্ত যুবক। গত বৃহস্পতিবার রাতে উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুড়িয়া গ্রামে ঘটেছে এ ঘটনাটি। পুলিশ খুনিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, মুশুড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের নেশাগ্রস্ত ছেলে মো. মোন্তাজ মিয়া গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হাতে দা নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল।

রাত সাড়ে ১১টার দিকে মুশুড়িয়া দক্ষিণপাড়া খেলার মাঠে মো. সোনা মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক শরিফকে পেয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ধারালো দায়ের কোপে শরিফের গলার বেশির ভাগ অংশই কেটে যায়। এ অবস্থায় দৌড়ে মাঠের পাশে সোমেজ সিকদারের বাড়ির উঠানে গিয়ে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।সোমেজ সিকদার জানান, রাত সাড়ে ১১ টার দিকে শব্দ পেয়ে ঘুম থেকে জেগে বাইরে এসে দেখি পাশের বাড়ির মোন্তাজ হাতের দা ঘুরাচ্ছে।

তার অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। সে বাড়ি গিয়ে দা হাতে ঘরের ভেতর অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে সে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় তার দা’য়ের কোপে এক পুলিশ সদস্যও আহত হন। পরে অনেক ধস্তাধস্তির পর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ মোন্তাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় জড়িতকে গ্রেপ্তার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শিরোনাম