টাঙ্গাইলে ট্রেনের কাটায় পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রেলপথের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের আলম মন্ডলের ছেলে শরিফ (৪০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে রতন (৩২) ও রতনের শিশুসন্তান সানি (৬)।টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আলী আকবর জানান, বাস থেকে নেমে অসতর্কভাবে হাঁটা-হাটি করার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। একজনের দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাদের বাড়ি নাটোর বলে জানা গেছে

শিরোনাম