টাঙ্গাইলে কামিল মাদ্রাসার অধ্যক্ষ হলেন গোপাল চন্দ্র বসাক!
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
এবার টাঙ্গাইল শহরের দারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন গোপাল চন্দ্র বসাক। এর আগে, তিনি ওই মাদ্রাসার প্রভাষক পদে দায়িত্ব পালন করেছেন। গোপাল চন্দ্র বসাক বলেন, ‘১৯৯১ সালের ১৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের দারুল উলুম কামিল মাদ্রাসায় প্রভাষক পদে যোগদান করি। সে সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ছিলেন মওলনা আবু সাঈদ।’
এ সময় তিনি আরও বলেন, ‘২০২০ সালে আবু সাঈদ মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান প্রতিষ্ঠানের আরেক শিক্ষক মো. সোহরাব হোসেন। প্রায় দুই বছর তিনি দায়িত্ব পালনের পর গত ১২ সেপ্টেম্বর আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।’এদিকে দারুল উলুম কামিল মাদ্রাসায় প্রভাষক মো. আবুল হোসেন বলেন, ‘অধ্যক্ষ মওলানা আবু সাঈদের মৃত্যুর পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান মো. সোহরাব হাসেন। পরবর্তীতে অধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর সোহরাব হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে পদত্যাগ করে অধ্যক্ষ পদে আবেদন করেন।
তিনি বলেন, এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদটি শূন্য হয়ে যায়। যে কারণে প্রতিষ্ঠানের প্রাণিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক গোপাল চন্দ্র বসাককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।’এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ‘সরকারি বিধি মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে গোপাল চন্দ্র বসাক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে পারেন। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সূত্র-বাংলা হেলথ কেয়ার’