টাইব্রেকারে ক্রেয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে বিদায় ব্রাজিলের

সংবাদ জমিন,স্পোর্টস ডেস্কঃ
কোয়ার্টার ফাইনালে থেমে পড়লো হট ফেভারিট ব্রাজিলের অভিযান। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে চমক দেখালো ক্রোয়েশিয়া। শুক্রবার টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে গতবারের রানার্সআপ ক্রোয়াটরা। ম্যাচের ১২০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। এদিন ম্যাচের শেষটা ছিল নাটকীয়তায় ভরা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ গোলে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার জুনিয়র।

তবে নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে সুন্দর এক গোল আদায় করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ব্রুনো পেটকোভিচ। তবে আবারো ক্রোয়েশিয়ার নায়ক ডমিনিক লিভাকোভিচ। পুরো ম্যাচে ক্রোয়েশিয়ার অতন্দ্র প্রহরীর রূপে থাকা গোলরক্ষক শেষ ঝলকটা দেখালেন টাইব্রেকারে। এদিন ব্রাজিলের প্রথম শটই রুখে দেন তিনি।

শেষে আরেক শট মিস করেন মারকিনহোস। এতে এক শট বাকি রেখেই ৪-২ ব্যবধানে জিতে যায় ক্রোয়াটরা।

শিরোনাম