টাইব্রেকারের আগেই বিজয় সু-নিশ্চিত করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কঃ
কোয়ার্টার ফাইনালে উঠে আসা দলগুলোর মধ্যে সামর্থ্যের ব্যবধান থাকে কম। ম্যাচও ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট পার করে টাইব্রেকারে গড়ানোর সুযোগ থাকে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ অত দূর যেতেই দিতে চায় না আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের দুটি গড়িয়েছে টাইব্রেকারে। প্রথমটি জাপান-ক্রোয়েশিয়ার, দ্বিতীয়টি মরক্কো-স্পেনের। ম্যাচ দুটিতে ১২০ মিনিটের খেলা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু টাইব্রেকার লড়াই ছিল খুবই একপেশে। ক্রোয়েশিয়ার বিপক্ষে চারটি শট নিয়ে তিনটিই মিস করে জাপান। মরক্কোর বিপক্ষে প্রথম তিন শটের সব কটিই মিস করে লুইস এনরিকের স্পেন।

শিরোনাম