টাইগাররা টি ২০ তে অস্ট্রেলিয়ার সাথে ২৩ রানে বিজয়ী

 

সংবাদ জমিন,স্পোর্টস ডেস্ক ঃঃ
বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ান দলের ওপর রীতিমত দাপট দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পাঁচ ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচটা জিতে নিয়েছে ২৩ রানে। ফলে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থেকে বুধবার সন্ধ্যা ছয়টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের মুখোমুখি হবে টাইগাররা।

এই জয়ের মধ্য দিয়ে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচ জয়ের পর ঘরের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জয়ের ধারাবাহিকতায় প্রথম টি২০ ম্যাচও জিতে গেলো টাইগাররা। মঙ্গলবারের আগ পর্যন্ত চারবারের সাক্ষাতে অজিরা ৪-০ ব্যবধানে এগিয়ে থাকলেও পঞ্চম মোকাবেলায় পরিসংখ্যানটা হয়ে গেলো ৫-১।

উল্লেখ্য, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলে বেশ কিছু তারকার অভাব ছিল। এরপরও উভয় দলে চাঞ্চল্যের ঘাটতি ছিল না।

শিরোনাম