ঝিনাইদহে চাঁদাবাজির আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ যুবলীগ কর্মী খুন


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে চাঁদাবাজির আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ যুবলীগ কর্মী খুন হয়েছে।

জানা গেছে,কোটচাঁদপুর শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে বসা নতুন হাটের টোল আদায়কে কেন্দ্র করে শ্রমিকলীগ ও যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রকাশ্যে আক্তার হোসেন (২২) ও জীবন মিয়া (২১) নামে দুই যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় সোহাগ ও সাব্বির নামে দুই যুবক গুরুতর আহত হন। নিহত জীবন কোটচাঁদপুর শহরের তালমিল পাড়ার ফিরোজ হোসেনের ছেলে ও আক্তার হোসেন একই উপজেলার এলাঙ্গী গ্রামের আবু তালেবের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় এমপি ও মেয়র গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে মেয়র গ্রুপের দুই কর্মী নিহত হন। এ ব্যাপারে মামলা হয়েছে।


শিরোনাম