ঝালকাঠিতে বাস পুকুরে,নিহত-১৭

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়,সকাল ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলো বাসার স্মৃতি নামে একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে বাসটি ছত্রকান্দা এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

শিরোনাম