জুলাই যোদ্ধাদের সঙ্গে পঙ্গু হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
জুলাই যোদ্ধাদের সঙ্গে পঙ্গু হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষ হয়েছে।জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন ‘জুলাই যোদ্ধা’ রোগীদের সঙ্গে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) আউটসোর্সিং কর্মীদের মারমারির ঘটনা ঘটেছে। এতে বন্ধ হয়ে যায় পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা। জরুরি বিভাগে সেবা বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।

সোমবার (১০ জুন) সকাল ১১টার পর থেকে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ভেতরে সেনাবাহিনী আর প্রধান ফটকে পুলিশ অবস্থান নেয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান।

শিরোনাম