জীবন্ত কবর দিয়ে ছাত্রী হত্যা!

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
জেসমিন কৌর, ২১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত নার্সিং ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকান্ড নিয়ে নেট দুনিয়া এখন উত্তাল। প্রাক্তন প্রেমিক তারিকজোত সিং এর হাতে খুন হন জেসমিন। তাকে তার দিয়ে বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি আদালতে সম্প্রতি মামলার শুনানি হয়।

নাইন নিউজের একটি প্রতিবেদন অনুসারে, কৌরকে তার কর্মস্থল থেকে অপহরণ করে তাকে গাড়ির পিছনে আটকে রেখে কয়েক ঘন্টা গাড়ি চালিয়েছিল তারিকজোত। পরে কৌরের দেহ একটি কবরে ফেলে দেয় সে। আদালতের শুনানির সময়, সিং জানায় তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে প্রতিশোধ নিতে জেসমিনকে হত্যার পরিকল্পনা করেছিল।

শিরোনাম