জিন আতঙ্কে অসুস্থ হয়ে পড়লো কারখানার ১৩ শ্রমিক

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
জিন আতঙ্কে অসুস্থ হয়ে পড়লো কারখানার ১৩ শ্রমিক। গাজীপুরে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় জিন আতঙ্কে হঠাৎ ১৩ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা শেষে বাসায় পাঠিয়েছে কারখানা কর্তৃপক্ষ। দুপুর সোয়া ১২টার দিকে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকায় ওই গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ হওয়া শ্রমিকরা হলো পারভীন আক্তার (২০), সাবিনা (২০), হালিমা (২২), লিজা (২৪), সানজিদা (২২), তাহমিনা (২১), শিখা খাতুন (২০), লিপি আকতার (১৯), নার্গিস সুলতানা (২০), বিউটি আক্তার (২৪), সানজিদা বেগম (২১), আছমা খাতুন (৪০) এবং হাকিম (২৭)। আহত প্রত্যেকেই বাঘের বাজার হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

শিরোনাম