জাহাঙ্গীরনগরে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের মৌন মিছিল

সাভার প্রতিনিধিঃ
কোটা সংস্কার আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র আজও স্বীকার করেনি। রাষ্ট্র এখনো ব্যস্ত কীভাবে সবকিছু ধামাচাপা দেওয়া যায়। রাষ্ট্র আজ মেকি কান্না কাঁদছে। রাষ্ট্র শোক ঘোষণা করেছে অথচ এখনো শহীদের প্রকৃত সংখ্যা মানতে তাদের কষ্ট হয়। প্রকৃত শহীদদের শনাক্ত করতে রাষ্ট্রের এখন পর্যন্ত টনক নড়েনি।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন দর্শন বিভাগের অধ্যাপক মাহমুদা আকন্দ। সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন।

শিরোনাম