জাল ভোট দেয়ার অভিযোগে ৬ প্রিসাইডিং ও ২ পোলিং অফিসার গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি ঃঃ
কোন ভোটার নয়, এবার নোয়াখালীতে জাল ভোট দেয়ার অভিযোগে ৬ প্রিসাইডিং ও ২ পোলিং অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, কবিরহাট পৌরসভা, হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৩ ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। হাতিয়ায় ১১টি ইউনিয়নের মধ্যে ৭টি তে নির্বাচন হয়েছে। অন্য ৪টি তে সীমানা বিরোধের কারণে নির্বাচন স্থগিত হয়েছে। নির্বাচন হয়েছে চর কিং, চরঈশ্বর, তমরদ্দি, বুড়িরচর, সোনাদিয়া, জাহাজমারা, ও নিঝুমদ্বীপ ইউনিয়ন।
নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন ও জাহাজমারা ইউনিয়নে দুটি কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় চার প্রিসাইডিং অফিসারকে আটক করেছে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হোসেন চৌধুরী ও হাফিজুল হক। আটককৃতরা হলোÑ হরনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও বেলায়েত চৌমুহনী আরাফিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সহকারী মৌলভী মো. বেলায়েত হোসেন, সরিষার হোসাইনিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক ও সহকারী প্রিসাইডিং অফিসার আহমেদ রাফি, পশ্চিম সোনাদিয়া চর ঈশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সিদ্দিক উল্ল্যা।
এছাড়া জাল ভোট দেয়ার অভিযোগে ২ পোলিং অফিসারকে আটক করা হয়েছে। আটককৃত পোলিং অফিসাররা হলেন- দক্ষিণ-পূর্ব কালাম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পোলিং অফিসার মুন্নি বেগম, মধ্যম মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পোলিং অফিসার ফারজানা আক্তার।