জামালপুরে সন্ত্রাসীরা মানবজমিনের সাংবাদিক নাদিমকে হত্যা করেছে

নিজস্ব প্রতিনিধিঃ
সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। দীর্ঘ ১৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে যান তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জামালপুরে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক সমাজ নাদিমের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

সাংবাদিক গোলাম রব্বানি নাদিম দৈনিক মানবজমিন-এর জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।

নিহতের সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন নাদিম। পথিমধ্যে পাটহাট এলাকায় নাদিমের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে সস্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,পরে জামাল জেনারেল হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার পরিবারের দাবি,সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে নির্মম হত্যাকান্ডের শিকার হতে হয়েছে। এদিকে নাদিম হত্যার বিচার চেয়ে স্থানীয় সাংবাদিকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, পুলিশের পাঁচটি টিম মাঠে কাজ করছেন। খুব দ্রুত সময়ের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার হবেন।

শিরোনাম