ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেয়ের শ্বশুর, জামাতা ও দেবরের মারধরে খুন হয়েছেন শ্বশুর ছিদ্দিক মিয়া (৫২)। ঘটনার ৫ মাস পর ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছেন পুলিশ। এরআগে বিষয়টি নিস্পত্তি করে ফেলেছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম্য সালিশকাররা। গত শনিবার জামাই উজ্জ্বল মিয়া (৩০)কে গ্রেপ্তার করে শ্রীঘরে পাঠিয়েছেন সরাইল থানা পুলিশ। পরে শ্বশুর খুন হওয়ার ৫ মাস পর শ্বাশুড়ি রানু বেগম (৪৫) বাদী হয়ে নিজের মেয়ের শ্বশুর, জামাই ও দেবরের বিরদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে গত বছরের ১০ই সেপ্টেম্বর এই মারধরের ঘটনা ঘটেছিল।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে আঘাতজনিত কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। তাই মামলাটি নথিভুক্ত হতে বিলম্ব হয়েছে। প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।