জামাইর হাতে শ্বাশুড়ী খুন,গ্রেফতার-২

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে ক্ষোভ থেকে শাশুড়িকে হত্যা করেছে জামাই। এরই প্রেক্ষিতে মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে চিন্তা ঋষির (৬৫) মরদেহ তার নিজ বাসার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের ৮ ঘণ্টার ব্যবধানে পুলিশ ঘটনার কারণ উদ্ঘাটন করেছে। এ ঘটনায় মূল আসামি মুকুল চন্দ্র রায় ও তাকে সহায়তাকারী মহানন্দ নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম অ্যান্ড অপস্‌) তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রায় ৬ থেকে ৭ বছর আগে চিন্তা ঋষির মেয়ে রেনু ঋষির সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম এলাকার মৃত খগেশ্বর রায়ের ছেলে মুকুল চন্দ্র রায়ের সঙ্গে। বিয়ের পর রেনু জানতে পারে, তার স্বামীর আগের স্ত্রী রয়েছে। এতে তাদের সম্পর্কের অবনতি হয় এবং রেনু তার স্বামীকে তালাক দিয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করে। এরপর আবার সম্পর্ক স্বাভাবিক হলে রেনু ও মুকুল একসঙ্গে থাকতে শুরু করে।এরপর রেনু কাজেরজন্য গাজীপুর গেলে আলআমিন নামে এক যুবকের সাথে সম্পর্ক গড়ে উঠে।এ সম্পর্কের কথা তার স্বামী জানতে পারলে তার স্ত্রী ও শ্বাশুড়ীর সাথে ঝগড়া হয়। এরই রেশ ধরে জামাই শ্বাশুড়ীকে খুন করে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম