জাবি’র সাবেক ভিসির পুত্রের মদ খাওয়ার ছবি ভাইরাল

সাভার প্রতিনিধি ঃঃ
জাবি’র সাবেক ভিসির পুত্রের মদ খাওয়ার ছবি ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে ক্যাম্পাস এলাকা এখন উত্তাল।

জানা গেছে,সম্প্রতি সাবেক ভিসির পুত্র প্রতীক হাসান কক্ষের মেঝেতে দাঁড়িয়ে মদ খাচ্ছিলেন। বিদেশী মদের বোতলে চুমুক দেয়ার দৃশ্য ফেসবুকে ভাইরাল হওয়ার পর ক্যাম্পাস এলাকা এখন সরগরম। এদিকে এ ঘটনায় ‘জাহাঙ্গীরনগর পরিবারের’পক্ষ থেকে এর বিচার চেয়ে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস এলাকা।ছবি-সংগৃহীত

শিরোনাম