জাতীয় পরিচয়পত্রে মায়ের চেয়ে ছেলে ৮ বছরের বড়

নিজস্ব প্রতিনিধিঃ
মা এর চেয়ে ছেলে আট বছরের বড়। মা এর নাম মাজেদা খাতুন আর ছেলের নাম মাজেদ আলী। ছেলের জন্ম তারিখ ১০ আগস্ট ১৯৬৯। আর মায়ের জন্ম ১৮ই অক্টোবর ১৯৭৭ সাল! অবিশ্বাস্য হলেও মা ও ছেলের বয়সের এমন পার্থক্য দেখা গেছে তাদের জাতীয় পরিচয়পত্রে।
তাদের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া গ্রামে।

এনআইডি কার্ডে এমন ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে এই মা-ছেলেকে। এদিকে এনআইডি কার্ডে বয়স কম থাকায় দীর্ঘদিন ধরে স্বামীর পেনশনের প্রাপ্য চিকিৎসা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন বৃদ্ধা মাজেদা বেগম। মাজেদা বেগম জানান, তার বয়স এখন ৭৪ বছর। কিন্তু এনআইডি কার্ডে ভুল করে জন্ম তারিখ লেখা হয়েছে ১৮ অক্টোবর ১৯৭৭ সাল। অর্থাৎ তার বয়স কমে গিয়ে এখন ৪৬ বছর হয়েছে। তিনি আরও জানান, তার স্বামী মোসলেম উদ্দিন রেলওয়েতে চাকরি করতেন।

শিরোনাম