গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় জাতীয় পতাকা টানাতে গিয়ে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
নিহতরা হলেন- আয়নাল হোসেন (৩৮) ও আশরাফুল ইসলাম (৪২)। তারা টঙ্গী বিসিকের আইডিএস নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, দুই শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।