জয় বাংলা শ্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা
পাবনা প্রতিনিধিঃ
জয় বাংলা শ্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা।জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে।
আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি।
জানা যায়, বিকেলে ওহাব বাড়ির কাছে মসজিদে নামাজ শেষে বের হলে সুজানগর থানার পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠায়। এসময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন। তারা পুলিশকে তাকে ছেড়ে দিতে বলেন। কিন্তু তাতে পুলিশ রাজি না হলে আরো মানুষ জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এসময় ধস্তাধস্তিতে টিমে অংশ নেয়া ৮ জন পুলিশ সদস্য আহত হোন।
ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান।