জমি সংক্রান্ত বিষয় নিয়ে মাকে গুলি করে হত্যা

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় জাতীয় পার্টির সদ্য প্রয়াত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০) পুত্র মাইনুদ্দিন মোহাম্মদ মাইনুর গুলিতে নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জায়গা জমির বিষয়াদি নিয়ে মায়ের সঙ্গে পুত্র মাইনুরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নিজের হাতে থাকা পিস্তল দিয়ে মাকে গুলি করে পালিয়ে যায় মাইনুর। সে মাদকাসক্ত ছিলেন। পুলিশ জানায়,লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। ঐ বাড়িতে অভিযান চালিয়ে ১০ রাউন্ড গুলি ও একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

শিরোনাম