জমি বিক্রি করে মনোনয়নপত্র কিনলেন গ্রাম পুলিশ এসকেন আলী

সংবাদ জমিন অনলাইন ডেস্কঃ
জমি বিক্রি করে মনোনয়নপত্র কিনলেন গ্রাম পুলিশ এসকেন আলী।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন মো. এসকেন আলী। তিনি লালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এবং বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে।

গত বুধবার লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।

শিরোনাম