জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে ঝগড়ার জেরে ফার্মেসি ব্যবসায়ী সুভাষ পাল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পালের ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানায়। খরব পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

শিরোনাম