রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমিজমার বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত হেলাল (৩৬) পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়ার মৃত আব্দুর রহমান মেম্বারের ছেলে। গতকাল এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এ ঘটনায় নিহত হেলালের ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, নিহতের সঙ্গে ছোট ভাই মহিবুলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। নিহত হেলাল একটি মামলায় ১ মাস জেল খেটে মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে বিকালে বাড়িতে আসেন। জামিনে আসার পর কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই যড় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ব্যাপারে মামলা হয়েছে।