জন্মদিনে মৌসুমীকে চমকে দিল সানী

বিনোদন ডেস্কঃ
গতকাল ছিল জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন। রাত ১২টার সময়ই স্বামী চিত্রনায়ক ওমর সানী কেক নিয়ে এসে মৌসুমীকে চমকে দেন। জন্মদিনের এই প্রথম প্রহরে ছিলেন তাদের পুত্র ফারদিন ও মেয়ে ফাইজা।

পরে সেই ছবি ও একটি ভিডিও তার ফেসবুকে আপলোড করেন ওমর সানী। সঙ্গে লেখেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ্‌ তায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন।

শিরোনাম