জন্মদিনে ফখরুলকে শুভেচ্ছা জানাতে কেরানীগঞ্জ কারোগারে স্ত্রী-মেয়ে ও বোন

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৭তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে এবং দেখা করতে কারাগারে গেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম, মেয়ে শামারুহ মির্জা এবং বোন। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের জন্মদিনে প্রতিবছর প্রথম শুভেচ্ছা জানাতেন তার মেয়ে শামারুহ মির্জা। এবার কারাগারে থাকায় তা সম্ভব হয়নি। এবার মহাসচিবের জন্মদিন কাটবে কেরানীগঞ্জের কারাগারে। তার সঙ্গে দেখা করতে আমেরিকা থেকে এসেছেন বোন। তাকে নিয়ে সকালে মহাসচিবের সঙ্গে দেখা করতে কেরানীগঞ্জে গেছেন ভাবি ও ছোট মেয়ে। কারাগারে তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান তারা।

শিরোনাম