জনতা এবার বেঁধেছে জোট, আবুল ভাইকে দিবে ভোট

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা ইউনিয়নের নির্বাচনী লড়াই জমে উঠেছে। মনোনয়নয়নপত্র যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পূর্বেই যেন ভোটার সাধারণ ভোট প্রার্থনায় সদা ব্যস্ত। আর এ ব্যস্ত সময় পার করছেন ঐ ইউনিয়নের জননেতা স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন মোল্লার জন্য।

গ্রামে গ্রামে চলছে সভা-সমাবেশ। এসব জনসভায় উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বলতে গেলে পুরো গণজোয়ার। মাঠ তার পূর্ণদখলে। প্রতিটি এলাকায় তার নেতা-কর্মীরা ভোট প্রার্থনায় সদা ব্যস্ত। তাদের ভাষায় জনতা এবার বেঁধেছে জোট, আবুল ভাইকে দিবে ভোট।

স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন মোল্লা জানান, জনগণকে ভাল বাসলে, ভালবাসা পাওয়া যায়। জনগণের কাছে গেলে জনগণ কাছে আসবে। জনগণ বেঈমানী করতে জানে না। আর আমার প্রতীকই হচ্ছে, আমার জনগণ।

শিরোনাম