জঙ্গি দমনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র : মার্ক মিলি

 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
সন্ত্রাস দমনে আফগানিস্তানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সন্ত্রাসের মদদ দেওয়ায় ২০০১ তালেবানকে ক্ষমতাচ্যুত করেছিল তারা। ২০ বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনারা ফিরে গেছেন। এখন যুক্তরাষ্ট্র বলছে, নিষিদ্ধঘোষিত ইসলামিক স্টেটের (আইএস-কে) জঙ্গি দমনে তারা তালেবানের সঙ্গে কাজ করতে পারে। খবর এএফপির।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর বুধবার (সেপ্টেম্বর) মার্কিন সেনাদের সর্বোচ্চ পদধারী জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি এ ইঙ্গিতই দিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইএসের শাখা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএস-কে) জঙ্গি দমনে ভবিষ্যতে তালেবানের সঙ্গে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র।

শিরোনাম