পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাই মো. রুহুল আমিন (৫৫) নিহত ও ছোট ভাই মো. রেজাউল ইসলাম (৪৯) গুরুতর আহত হয়েছেন। এ সময়ে মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তাদের আপন ভাগিনা মো. রুবেল হোসেন (৩৫)। গতকাল দুপুর আড়াইটার দিকে দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাফিজ মাস্টারের মৃত্যুর পর থেকে তার দুই ছেলে মো. রুহুল আমিন ও মো. রেজাউলের সঙ্গে জমাজমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক বার সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি।
গতকাল দুপুরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে উভয় ভাইয়ের মধ্যে কুপাকুপির ঘটনা ঘটে।এতে বড়ভাই রুহুল আমিন মারা যায়। আহত ছোট ভাই রেজাউল ও ভাগিনা রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।খুনিকে ধরার জোর চেষ্টা চলছে।