ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় বোনের

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসার জন্য টাকা চেয়ে না পেয়ে তিন সন্তানের জননী বড় বোনকে ছুরিকাঘাতে হত্যা করেছে কাল্লু মিয়া (৩৫)।সে পেশায় একজন ভাঙ্গাড়ি ব্যবসায়ী। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ভৈরব পৌরসভার কমলপুর গাছতলাঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতের নাম আমেনা বেগম (৩৮)। তিনি ভৈরব পৌরসভার কমলপুর গাছতলাঘাট এলাকার আব্দুল গফুর মিয়ার মেয়ে এবং ময়মনসিংহের কেওয়াটখালী এলাকার নাঈম উদ্দিন খন্দকারের স্ত্রী। নিহতের স্বামী নাঈম উদ্দিন খন্দকার বর্তমানে সৌদিআরব প্রবাসী।

এদিকে সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের পর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ছোট ভাই কাল্লু মিয়াকে আটক করেছে পুলিশ।এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শিরোনাম