ছোট ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল বড় ভাইয়ের

পঞ্চগর প্রতিনিধিঃ
ছোট ভাইয়ের কিল-ঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী (৮৩) নামের এক বৃদ্ধ মারা গেছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার ওপর আঘাত করা হয়। গতকাল সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী ওই এলাকার আফসার আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন ধরে জমি নিয়ে বড় ভাই ইয়াকুব আলীর সঙ্গে ছোট ভাই আব্দুল মোমিনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়। গতকাল সকালে একই বিষয়ে নিয়ে আবারো বিরোধে জড়ায় দুই ভাইসহ পরিবারের সদস্যরা। একপর্যায়ে ছোট ভাই আব্দুল মোমিনের কিল-ঘুষিতে বড় ভাই ইয়াকুব আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম